হাওজা নিউজ এজেন্সি: ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (হাফি.) নামাজে তাজবিদের নিয়ম-কানুন মেনে চলা সম্পর্কে জিজ্ঞাসিত একটি প্রশ্নের জবাব দিয়েছেন। আমরা এখানে ধর্মীয় বিষয়ে আগ্রহীদের জন্য তা উল্লেখ করছি:
প্রশ্ন: নামাজে সুরা ফাতিহা তিলাওয়াতের সময় তাজবিদের নিয়ম মেনে চলা কি আবশ্যক?
উত্তর: কিরাআত (তিলাওয়াত) সঠিক হওয়ার মানদণ্ড হলো হরফগুলোর মাখরাজ (উচ্চারণস্থল) সঠিকভাবে আদায় করা এবং হরকত ও সাকিন (সুকুন) এমনভাবে আদায় করা যাতে আরবি ভাষাভাষীরা এটিকে সঠিক বলে মনে করে (অর্থাৎ আরবি ভাষাভাষীদের কাছে তা সঠিক হতে হবে)। তবে নামাজে তাজবিদের সৌন্দর্য (ভালো উচ্চারণ) মেনে চলা আবশ্যক নয়।
আপনার কমেন্ট